মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশালে ডাঃ ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে ডিসেম্বর (রবিবার) সকালে স্থানীয় ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্লাশে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ত্রিশাল উপজেলার ১৫টি স্কুলের মোট ৩৫০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
ডাঃ ইয়াকুব আলী ছাত্র কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও পরীক্ষার পরীক্ষা কেন্দ্রের হল সুপার আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার জানান,অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধা যাচাইয়ের পর ৭০ ভাগ শিক্ষার্থীকে নগদ অর্থ,ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। উল্লেখ,বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে কলম ও স্কেলসহ গিফট প্রদান করা হয়।
Leave a Reply