মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশাল বাজারে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০জন ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ২৫ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে দুই বান (১৬টি) করে ঢেউটিন ও ৬ হাজার টাকার অর্থ সহায়তা চেক এবং একটি করে কম্বল বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ ও সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি, আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোকসেদুল আমিন মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়া প্রমুখ।
Leave a Reply