সঞ্জিত চন্দ্র শীল হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ
বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্রেন চাইল্ড কমিউনিটি ক্লিনিক এ জনগণের দ্বার গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ ২৪/১২/২০২২ ইং তারিখে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গোবিন্দপুর ইউনিয়নের পানান কমিউনিটি ক্লিনিকে মহিলাদের ৩০-৬০ বছর বয়সী অথবা যাহাদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে তাদের জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং এর বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ জেলার ডায়নামিক সুযোগ্য সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ডাঃ মোঃ তানভীর হাসান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র স্বাস্হ্য কমপ্লেক্সের MODC ডা.দেবাঞ্জন পণ্ডিত , সিনিয়র স্টার্ফ নার্স রওশন আরা,মোমতাহিনা মিতু,পাপিয়া সুলতানা, মিডওয়াইফ আলভী আক্তার, স্বাস্হ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ুন কবীর ,স্বাস্থ্য পরিদর্শক মোঃ নূরুল ইসলাম ও মফিজ উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, পরিসংখ্যানবিদ আক্তারুজ্জামান, স্বাস্হ্য সহকারী মোঃ শাহীনুল ইসলাম , আঃ বারীক,আশরাফুল ইসলাম, তাহমিনা মমতাজ সহ CHCP রুমানা পারভীন উপস্থিত ছিলেন।
উক্ত বিশেষ ভায়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন পানান কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ এবং সাপোর্ট গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত বিশেষ ভায়া ক্যাম্পে মোট ৩১০ জন রোগীকে সেবা প্রদান করা হয়, উক্ত বিশেষ ক্যাম্প সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply