নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ২২৭টি ভারতীয় থ্রিপিস ও নগদ ৮ হাজার টাকাসহ চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯)কে আটক করে।
চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ ঢাকা মহানগরের খিলগাঁও থানার ১০ নং রোডের ২৯ নং দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর আহমেদের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত ভারতীয় পণ্য (থ্রিপিস) ও আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply