নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ এক লক্ষ ৩৫ হাজার টাকার (সাড়ে ৪কেজি গাঁজা) মাদক উদ্ধার ও ১ নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই (নিঃ) কাজী ফয়েজুর রহমান ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯ ডিসেম্বর বেলা ৩.৩০ ঘটিকায় পাকুন্দিয়া বটতলা নরপতি এলাকায় আসামি সুফিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে সুফিয়া (৬০)কে আটক করে এবং তার
হেফাজতে থাকা ৪কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
আসামি সুফিয়া উক্ত এলাকার মতিউর রহমানের স্ত্রী।
অপরদিকে এসআই (নিঃ) মহাসিন হাসান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৫.২০ ঘটিকায় কাওয়ালীকান্দা মোঃ রাজিব মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ রাজিব মিঞা (৩৪) ও মোঃ রফিক (২৩)কে আটক করে তাদের হেফাজত থাকা ৫০০ (পাঁশত) গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
মাদক কারবারি মোঃ রাজিব মিঞা স্থানীয় মৃত ইছামুদ্দিনের পুত্র ও মোঃ রফিক করিমগঞ্জ আইলা গ্রামের মোঃ কফিল উদ্দিনের পুত্র।
আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯ (ক) ধারায় পাকুন্দিয়া থানায় ভিন্ন ভিন্ন মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply