নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা মাহবুব ইকবাল এ কিডনি ডায়ালাইসিস ইউনিট এর শুভ উদ্বোধন করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসিরুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) ডাঃ আবু আইয়ুব মোঃ নাজমুল হুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ দীন মোহাম্মদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আ ন ম নৌশাদ খান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবদায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, বিভাগীয় প্রধান (নেফ্রোলজি) ডাঃ আবু আইয়ুব মোঃ নাজমুল হুদা, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)র সাধারণ সম্পাদক ডাঃ এম এ ওয়াহাব বাদল, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ বাহাদুর আলী নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও প্রসাশনিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, কার্ডিলজি বিভাগের এনজিওগ্রাম চালু সহ রাতে গাইনী ও সার্জারী বিভাগের ইমার্জেন্সি অপারেশন চালু রাখার তাগিদ দেন।
উল্লেখ্য, ছয় শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিটে প্রতিদিন চারশত টাকা ফি দিয়ে ৬ জন রোগীর ডায়ালাইসিস করা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন কিডনি ডায়ালাইসিস রোগীর অভিভাবক বলেন, নিঃসন্দেহে স্বল্পমূল্যে এটি একটি ভালো উদ্যোগ কিন্তু ভবিষ্যতে এটি কতদিন ঠিকে থাকে তা দেখার বিষয়!
Leave a Reply