নিজস্ব প্রতিনিধি ঃ ১ মন (৪০ কেজি) গাঁজাসহ ২ মাদক কারবারী ও তাদের ব্যাবহৃত একটি ইজিবাইক আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বড় হরনপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাবিবুর রহমান(২৫) ও মোঃ লিটন মিয়া(৩৫)কে আটক করে তাদের ব্যাবহৃত একটি ইজিবাইক তাল্লাশী করে হুটের উপর বিশেষ কায়দায় ৮ টি বান্ডিলে কস্টেপে মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
মাদক কারবারী মোঃ হাবিবুর রহমান হবিগঞ্জের বাহুবল উপজেলার মধ্যম ভবানীপুর রাবারগেট এলাকার মৃত হালিম মিয়ার পুত্র ও মোঃ লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার জেঠুয়ামুড়া বাগানবাড়ি এলাকার আঃ করিম মিয়ার পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply