আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের তাড়াইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানা পুলিশের অভিযানে ফোরকান (৪০) ও আফতাব উদ্দিন (৬৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার এস.আই কাজী রবিউল হক সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ১৬ ডিসেম্বর রাত অনুমান সোয়াসাতটায় উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের নয়াপাড়া গ্রামের আফতাব উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। আটককৃত একজন তাড়াইল থানার জাওয়ার গ্রামের উত্তরপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ফোরকান মিয়া ও একই থানার সেকান্দরনগর গ্রামের নয়াপাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোঃ আফতাব উদ্দিন।
আটক ফোরকান মিয়ার কাছ থেকে গাঁজাসহ একটি পলিথিন উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে তার ঘর থেকে আরো একটি গাঁজাসহ পলিথিন উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ও আরেকটির মধ্যে ৩০০ গ্রাম গাঁজা ছিল।।
আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯ (ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর আসামীকে জেলে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category