মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
সারাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।
ময়মনসিংহের ত্রিশালে (দরিরামপুর বাসস্ট্যান্ডে) নির্মিত স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।
ত্রিশাল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান মন্ডল, সহ-সভাপতি উবায়দুল্লাহ আল মাসুম টিপু,আব্দুল্লাহ আল নাঈম, ইস্তেয়াক আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক মোমিনুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে স্লোগানে মুখরিত স্মৃতিসৌধ প্রাঙ্গন।
এর আগে প্রথমে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, এমপি’র পক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রতিনিধিদল এবং বীর মুক্তিযোদ্ধারা।
পরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানান জাতির সূর্যসন্তানদের প্রতি। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Leave a Reply