নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৩’শ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাতটার পর
জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) রাজিব আহম্মেদ পিপিএম ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় জেলার তাড়াইল উপজেলার দামিহা পশ্চিম পাড়া গ্রামের পলাতক আসামী আঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি আসামি আম্বিয়া খাতুন (৪৫)কে ১ কেজি গাঁজাসহ আটক করে।
মাদক কারবারি আসামি আম্বিয়া খাতুন পলাতক আসামী আঞ্জু মিয়ার স্ত্রী।
অপরদিকে এসআই(নিঃ) ফারুক আহম্মেদ ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বেলা পাঁচটার পর ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া মেঘনা সিএনজি ফিলিং স্টেশন এর সামনে ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি রাসেল(৩০)কে ৩০০ (তিন শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট ও গাঁজা )
তালিকামূলে জব্দ করে সংশ্লিষ্ট থানায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply