নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ ভোক্তা অধিকারের বাজার তদারকি অবস্থায় বাজিতপুর উপজেলার সরারচর বাজারের দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাজিতপুর উপজেলার সরারচর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা কালে সাইক মেডিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ প্যাথলজিক্যাল টেষ্ট এর রিএজেন্ট,প্রেগনেন্সি টেস্ট এর জন্য ব্যবহৃত কিট পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা ও ম্যাডিকেয়ার হেলথ সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,বিটাডিন পাওয়ায় ১০ হাজার টাকা সর্বমোট ৩০ হাজার টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসন কিশোরগঞ্জ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আমীর খসরু ও জেলা পুলিশের উপ পরিদর্শক ছানোয়ার হোসেন এর নেতৃত্বে একটি তদারকি টিমের সার্বিক সহযোগিতায়, তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ এর অভিযান চলমান থাকবে।
Leave a Reply