নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলা শহরের পৌরসভায় পরিচালিত হচ্ছে যত্রতত্র অবৈধ দখল অপসারণে কাজ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় এমন অবৈধ দখল অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ মডেল থানার পিছনে মেডিস্ক্যান ইমেজিং সেন্টারের দখলে থাকা রাস্তার উপর নির্মিত ৩ ফুটের অধিক সিঁড়ি ও গাইডওয়াল।
এদিকে একি অভিযান পরিচালিত হয় ৯ নং ওয়ার্ডের বত্রিশ (মদন বসাকের বাসা সংলগ্ন), বড়বাজার ব্রীজের উত্তর পাশে।
এব্যাপারে কিশোরগঞ্জ পৌরমেয়র মাহমুদ পারভেজ বলেন – শহরের ৯ টি ওয়ার্ডেই পৌরসভার রাস্তা, ড্রেইন জনগণের সুবিধার্থের জায়গায় বিভিন্ন স্থাপনা ও দখল করে রাখা প্রায় ১২০/১২৫ টি স্থান চিহ্নিত করে অপসারণের কাজ অলরেডি শুরু হয়েছে, যা সম্পুর্ন দখলমুক্ত না-হওয়া পর্যন্ত পৌর আইন অনুযায়ী এ অভিযান চলমান থাকবে।
উক্ত দখলমুক্ত অভিযানটি পরিচালনা কালে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সার্বেয়ারের সমন্বয়ে ২০/২৫ জনের একটি ঠিম কাজ করে যাচ্ছে।
Leave a Reply