মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’কে নির্বাচিত করে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের।
৩ ডিসেম্বর (শনিবার) বেলা ১১ঘটিকায় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে এডভোকেট জহিরুল হক খোকা’র সভাপতিত্বে, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোহিত উর শান্ত’র যৌথ সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের বক্তব্য শেষে প্রধান অতিথি ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।
এর আগে জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সহযোগী ভাতূপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা সম্মেলনের সফলতা কামনা করে মিছিল সহ সার্কিট হাউজ ময়দানে প্রবেশ করলে মাঠ কানায় কানায় ভরে উঠে।
সম্মেলন শুরুতে জাতীয় সংঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ উপজেলা, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের বিশাল বিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হয়।
Leave a Reply