নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে শাহ্ সিমেট ইন্ডাঃলিঃ এর রাজমিস্ত্রি সেরা কারিগর উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ নভেম্বর শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে শাহ্ সিমেট ইন্ডাঃলিঃ এর আয়োজনে স্থানীয় ২৫০ জন রাজমিস্ত্রির অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও শাহ্ সিমেট ইন্ডাঃলিঃ জেলার পরিবেশক আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সিমেট ইন্ডাঃলিঃ ময়মনসিংহ বিভাগের রিজিওনাল এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ টিটুজ্জামান মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার পরিবেশক মোঃ মনিরুল হক আকিব, তাড়াইল উপজেলার পরিবেশক মোঃ তরিকুল ইসলাম তুহিন, কটিয়াদী উপজেলা পরিবেশক মোঃ আব্দুর রশিদ, কিশোরগঞ্জ নেত্রকোনার এরিয়া ম্যানেজার আবু হেনা মোঃ ফরিদুজ্জামান, কিশোরগঞ্জের সিনিয়র অফিসার মোঃ সাইফুল ইসলাম ও কিশোরগঞ্জ বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মোতালেব।
উক্ত প্রশিক্ষণে ইঞ্জিনিয়ার মোঃ জুবায়ের আকন্দ এর সার্বিক সহযোগিতায় ও ইঞ্জিনিয়ার শ্রী উত্তম চন্দ্র সূত্রধর ট্রেইনার হিসেবে, উন্নয়নের টেকসই ধারা অব্যাহত রাখতে বিভিন্ন ক্যাটাগরির সিমেন্টের গুণগতমান, মিশ্রণের পরিমাণ ও মেয়াদ সম্পর্কে উপস্থিত রাজমিস্ত্রিদের বিস্তারিত অবগত করেন।
Leave a Reply