নিজস্ব প্রতিনিধি ঃ পৃথক পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা ও ৩২ লিটার চোলাই মদসহ ৮ জনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জের পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার করিমগঞ্জ বাজার এলাকায় রবিবার দিবাগত রাত সাড়ে নয়টায় পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩২ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করে।
আটককৃত ৪ জন যথাক্রমে – নেত্রকোনা জেলার কেন্দুয়া মসলিসপুর গ্রামের মৃত লাট মিয়ার পুত্র মোঃজুয়েল (২৪), ইটনা রাইটুটি গ্রামের নইমুদ্দিনের পুত্র রোকন@ রুক্তন (২৬), স্থানীয় জাফরাবাদ গ্রামের সাবেক সোরাব মেম্বারের পুত্র আওয়াল (২৭) ও তাড়াইল বাওয়াল গ্রামের ফারুক মিয়ার পুত্র সাগর মিয়া (১৯)।
কটিয়াদী থানর আদমপুর ফায়ায় সার্ভিস এলাকায় সন্ধ্যা সাড়ে পাঁচটায় কটিয়াদী থানার এসআই(নিঃ) মোঃ দুলাল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক কারবারিকে আটক করে।
আটককৃত দু’জন গাজীপুর জেলার শ্রীপুর কালীবাড়ি এলাকার আলমের স্ত্রী মোছাঃ আছমা আক্তার রিনা (৩৫) ও মৃত আঃ মালেক মিয়ার মেয়ে মোসাম্মৎ রুখসানা সনিয়া (২৬)।
জেলার ইটনা থানার ওয়ারলেছপাড়া মোড়ে রাত সাড়ে বারোটায় এসআই(নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় চেকপোষ্ট পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে।
আটককৃত আসামি ইটনা মৃগা (প্রজারকান্দা) গ্রামের জিন্নাত আলীর পুত্র শফিকুল ইসলাম (৩০)।
এদিগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটায় কটিয়াদী চান্দপুর ইউপিস্থ চান্দপুর শেকেরপাড়া গ্রামে মোজাম্মেল হকের মুদি দোকানের সম্মুখে এর এসআই(নিঃ) মোঃ মকবুল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে।
আটককৃত আসামি স্থানীয় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক(৩৬)।
উপরোক্ত ঘটনাসমূহে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply