নিজস্ব প্রতিনিধি ঃ করিমগঞ্জ উপজেলা ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন) এর সভাপতি আব্দুল মতিন বাবলু ও সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম নির্বাচিত।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সংগঠনের আহ্বায়ক মোঃ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলায় কর্মরত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ৬৪ জন বিপণন কর্মী নিয়ে সংগঠনের নব উদ্যমে যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন বাবলু।
সংগঠন কে গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যায় ব্যক্ত করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম।
ইনশাআল্লাহ আমাদের ওয়াসিম ভাই সফলতার সাথে আরও অনেক দূর এগিয়ে যাবে।