নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য, কিশোরী গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে হোসেনপুর উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার (২৮ নভেম্বর)বিকাল তিনটায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম।
পুমদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোস্তাক সরকার।
সিদলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আল আমিন হোসাইন।
হোসেনপুর পৌরসভার বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র সরকার ।
আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক (পিপিএম)।
শাহেদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ সামসুর রহমান, পুলিশ পরিদর্শক,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা কিশোরগঞ্জ।
জিনারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান টিটু, পুলিশ পরিদর্শক ও চার্জ অফিসার হোসেনপুর থানা, কিশোরগঞ্জ।
উপরোক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা, মিডিয়া কর্মী সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সুশীল ও সাধারণ নাগরিকবৃন্দ।
Leave a Reply