নিজস্ব প্রতিনিধি ঃ “পরিচ্ছন্ন থাকবো,ডেঙ্গু মুক্ত রাখবো ” স্লোগানে কিশোরগঞ্জ পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে শুরু হলো মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্ন অভিযান ২০২২।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শহরের কালীবাড়ির মোড় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশে নরসুন্দা নদীর পাড়ে ফগার মেশিন চালিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
পৌরমেয়র মাহমুদ পারভেজ বলেন, ডেঙ্গুনির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে, রাজস্ব খাতের অর্থায়নে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ২০২২ এর অংশ হিসেবে আজ শহরের কালীবাড়ির মোড় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হওয়া শহরের প্রধান প্রধান সড়কের পাশে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ স্প্রে করা হয়।
পর্যায়ক্রমে মশা নিধন না-হওয়া পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এভাবে ফগার মেশিন দিয়ে প্রতিদিন কাজ চালিয়ে যাওয়া হবে।
এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পৌরসভার সচিব হাসান জাকির বাপ্পি’সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply