আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের বাজিতপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রধারী আটক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের বাজিতপুরে ১টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ সহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

বুধবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার গাজিরচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী মো: সুমন মিয়া (২৮)কে অস্ত্রসহ আটক করা হয়। গ্রেফতার কৃত সুমন মিয়া বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে।
র‍্যাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজিরচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী মো: সুমন বাজিতপুর উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এলাকায় দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদে তাকে ১টি পাইপগান ও ২রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি আভিযানিক দল।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত অস্ত্রধারী এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল বলে। স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category