নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা
এক প্রজ্ঞাপনে এই আদেশে কিশোরগঞ্জসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণায়ের উপসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে, উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
একই আদেশে কিশোরগঞ্জের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি করা হয়েছে।
Leave a Reply