মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক ত্রিশালের দুই বেকারীকে ও এক মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
গতকাল দুপুরে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে অভিযান পরিচালনা কালে অস্বাহ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরি করার অপরাধে বিস্মিল্লাহ ফুডস বেকারিকে দশ হাজার টাকা ও মিষ্টি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও মোড়কজাতকরণের বিধিমালা না মানায় নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পন্য দিয়ে খাদ্য তৈরির অপরাধে রিয়াদ ফুডস বেকারিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও পৌরসভা সংলগ্ন স্থানে এক মিষ্টি কারখানায় অপরিস্কার ঘড়ে মিষ্টি তৈরি ও মিষ্টি নোংরা স্থানে রাখায় টাঙ্গাইল মিষ্টি মুখকে পনের হাজার টাকা জরিমানা করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply