মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া সড়ক ছোটপুল এলাকা নামক ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই দম্পতির চারজন সহ ৫জন নিহত , ট্রাক চালক আটক।
নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচং নওপাড়া অঞ্চলের আব্দুল মজিদের ছেলে নিজামুদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনা বেগম( ৩৫),
ফুলবাড়িয়া উপজেলার রাধাখানাই ইউনিয়নের
নুরুল ইসলামের পুত্র জাকির হোসেন (৩০) তার স্ত্রী খাইরুন নেছা(২৬) ও সিএনজি ড্রাইভার —-
রবিবার সন্ধ্যায় বালিপাড়া হইতে ত্রিশাল মুখি ছেড়ে আসা সিএনজিকে একটি ট্রাক সরাসরি মুখোমুখি ধাক্কা দিলে সিএনজি দুমড়ে মুচড়ে গেলে সিএনজিতে থাকা ৩জন পুরুষ ২জন মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাক ড্রাইবার আটক করেন। ট্রাক ড্রাইবার বালি পড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারার রজব আলীর ছেলে তাফাজ্জল হোসেন।
এবিষয়ে ত্রিশাল থানা অফিস ইনচার্জ মোঃ মাইন উদ্দিন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনার স্থলে ছুটে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন এতে ৩জন পুরুষ ২জন মহিলা রয়েছে । ঘটনারস্থল থেকেই ঘাতক ট্রাক যাহার নাম্বার ময়মনসিংহ ট ১১- ২৪০ আটক করা হয়েছে এবং ট্রাক চালককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে ত্রিশাল থানা পুলিশ।
Leave a Reply