নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের তাড়াইলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ধর্ষককে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
জানাযায়, তারাইল উপজেলার ইদিলপুর গ্রামে গত ১১ নভেম্বর সকাল ১১টায় চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়।
উক্ত ঘটনায় শিশুটির মা তাড়াইল থানায় নিয়মিত মামলা দায়ের করলে তাড়াইল থানার এসআই মো: হুমায়ুন কবির অভিযান পরিচালনা করে মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন। এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ধর্ষণের শিকার শিশুটি তার নিকটতম প্রতিবেশী সম্পর্কে চাচাতো দাদা আজিম উদ্দিন (৭০) তাদের ঘর থেকে ডেকে নিয়ে আসামীর বসতবাড়ীতে নিয়ে ধর্ষণ করে।
Leave a Reply