নিজস্ব প্রতিনিধি ঃ ধর্ম যার যার রাষ্ট্র সবার ও ধর্ম যার যার উৎসব সবার বাণীতে কিশোরগঞ্জে এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২।
শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে, জেলা আইনজীবী ভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভাশিষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি শ্রী অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বাবু বিজয় শংকর রায়, সাবেক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুইবারের ট্রাস্টি জেলা পূজা উদযাপন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব রিপন রায় লিপু প্রমূখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সাধারণ সম্পাদক পল্লব কর, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বমর্ণ, বাজিতপুর উপজেলার সাধারণ সম্পাদক সুখন দত্ত, অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক জীবন ময় শীল, করিমগঞ্জ উপজেলার সভাপতি প্রাণতোষ সরকার, তাড়াইল উপজেলার সভাপতি রবীন্দ্র চন্দ্র সরকার, পাকুন্দিয়া উপজেলার পক্ষে দিলীপ রবিদাস, হোসেনপুর উপজেলার সভাপতি হারাধন দাস, ইটনা উপজেলার সভাপতি তাপস রায়, কুলিয়ারচর উপজেলার সাধারণ সম্পাদক নন্দলাল দাস প্রমুখ ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন – এবার শারদীয় দুর্গাপূজা চলাকালীন জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘঠনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি ধন্যবাদ প্রকাশ ভবিষ্যতেও আইনশৃঙ্খলা সহ এমন পরিস্থিতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় জেলার ১৩টি উপজেলা ও ৭ টি পৌরসভা হতে আগত পুজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply