নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নিকলিতে দেশীয়তৈরি পাইপগান, একটি মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ অস্ত্রধারী শাহজাহান কবির(৩৫)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান
জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাবের গোয়েন্দা নজরদারিতে সত্যতা পাওয়ায় ৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় নিকলি উপজেলার গোদারা ঘাট এলাকায় র্যাবের একটি আভিধানিক দল অভিযান চালিয়ে অস্ত্রধারী শাহজাহান কবির(৩৫)কে দেশীয়তৈরি পাইপগান, একটি মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ আটক করে।
আটক হওয়া অস্ত্রধারী শাহজাহান কবির দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মহিউদ্দিনের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অস্ত্রধারী শাহজাহান কবির এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রাখে বলে স্বীকার করে। এমন অস্ত্রধারীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক শাহজাহান কবিরের বিরুদ্ধে নিকলি থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply