আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত চারজন

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন চারজন।
৬ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার মধুয়ারচর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। এছাড়াও অটোরিকশারচালকসহ গুরুতর আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে দুজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে ভাগলপুর জহিরুল ইসলাম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে৷ প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতরা এখনো ভৈরব হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, নাম ঠিকানা পাওয়া গেলে তাদের আত্মীয়র মাধ্যমে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category