আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপ ‘অতিরিক্ত পুলিশ মোতায়েন’

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেল হত্যা দিবসে ফুল দেওয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া বাজারে আধা ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনা ঘটে।

স্থসনীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া বাজারে আওয়ামী লীগ অফিসে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে জড়ো হওয়া অন্যান্য সদস্যরা আসে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে ফুল দেয়ার জন্য।
এসময় পদবঞ্চিতরা তাদেরকে ধাওয়া করলে শুরু হয় পাল্টা ধাওয়া। এসময় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা পিছু হটে বাজার ত্যাগ করে। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।


উক্ত ঘটনায় কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পাকুন্দিয়া বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category