সঞ্জিত চন্দ্র শীল হোসেনপুর প্রতিনিধিঃ প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুরে এলজিএসপির অর্থায়নে স্কুল-কলেজের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে বাই সাইকেল বিতরণের আয়োজন করে ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
নারী শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার্থে ২০২২-২৩ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বরাদ্দে ৫ জন ছাত্রীদের মধ্যে ৫টি বাইসাকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল প্রাপ্তরা হলেন-হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রী মিম আক্তার, ফাইজা আফরিন জিসা, মোছা: সিগ্মা আক্তার সামিয়া, হোসেনপুর সরকারি কলেজের ছাত্রী মরিয়ম আক্তার মিম এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আহম্মদ বুশরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ।
Leave a Reply