মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে।
২৯ শে অক্টোবর (শনিবার) সকালে ত্রিশাল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।
এস আই মুনজুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এএন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল থানা (ওসি তদন্ত) আবু বকর ছিদ্দিক, ত্রিশাল থানা (ভারপ্রাপ্ত) কমিউনিটি পুলিশের সভাপতি রুকন উদ্দিন খোকন, কানিহারী ইউ.পি চেয়ারম্যান শহিদুল্লাহ মন্ডল, ত্রিশাল ইউ.পি চেয়ারম্যান জাকির হোসাইন, রামপুর ইউ.পি চেয়ারম্যান আপেল মাহমুদ, হরিরামপুর ইউ.পি চেয়ারম্যান আবু ছাঈদ, বৈলর ইউ.পি চেয়ারম্যান মশিহুর রহমান শাহানশাহ, সাবেক ছাত্র নেতা পারভেজ তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, থানা পুলিশের পাশা-পাশি কমিউনিটি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখছেন। আগামী দিন গুলোতে কমিউনিটি পুলিশিং কমিটি আরো শক্তিশালী করা অতীব জরুরী সমাজে কোথাও সন্ত্রাস, জুয়া, মাদক চুরি রাহাজানীর মত কোন ঘটনা ঘটলে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে আমরা সমাজকে বদলে দিবো।
Leave a Reply