নিজস্ব প্রতিনিধি ঃ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য “স্লোগানে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প ও বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ২৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব (এনডিসি) মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য মন্ত্রণালয়ের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইউম সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মস্তোফা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ ভিডিও চিত্রের মাধ্যমে নিরাপদ খাদ্যের উপর জনসচেতনামূলক প্রদর্শনী পর্দশন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় খাদ্য বিষয়ক সমন্বয় কর্মকর্তা মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাংবাদিক মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ সুলতান রাজন, কৃষকের পক্ষে সাংবাদিক মনোয়ার হোসেন রনি, স্কুল ছাত্রী মোছাঃ মারিয়া, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার হাছিনা হায়দার চামেলি,পৌর কাউন্সিলার সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণ,হোটেল ব্যবসায়ী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশা লোকজন।
Leave a Reply