আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মাইম উৎসবে দর্শকনন্দিত কিশোরগঞ্জের রিফাতের পরিবেশনা

নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। (২১,২২ ও ২৩ অক্টোবর) তিনদিনব্যাপী আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ ভারত, ইরান ও তুরস্কের মূকাভিনয় শিল্পীরা অংশগ্রহণ করে।

মূকাভিনয়কেন্দ্রিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন’ ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৪র্থ বারের মতো এ উৎসবের আয়োজন করে।
উৎসবের ২য় দিন ২২অক্টোবর শনিবার রাত ৮ টায় টিএসসি অডিটোরিয়ামে ‘ক্রাইসিস অব ইমোশন’ শিরোনামে মূকাভিনয় পরিবেশন করেছে কিশোরগঞ্জের মূকাভিনয় সংগঠন ‘জলছবি মাইম থিয়েটার’।

গল্পটির রচনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির পরিচালক রিফাত ইসলাম। অভিনয় করেছেন রিফাত ইসলাম ও ডানা চৌধুরী।

ক্রাইসিস অব ইমোশন পরিবেশনাটি বেশ দর্শকনন্দিত হয়েছে। পরিবেশনাটি চলাকালে থেমে থেমে হাত তালিতে মুখর হয়ে ওঠে টিএসএসসি অডিটোরিয়াম।

কিশোরগঞ্জের মূকাভিনয় সংগঠন ‘জলছবি মাইম থিয়েটার’ সংগঠনটির পরিচালক রিফাত ইসলাম জানান, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে করেছে সহজ ও গতিময়। কিন্তু প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কারণে আমাদের আবেগ-অনুভূতি ও মানবিক গুণাবলির অবক্ষয় ঘটছে। ‘ক্রাইসিস অব ইমোশন গল্পে’ এটাই বলতে চেয়েছি। জলছবি মাইম থিয়েটারকে উৎসবে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ।

২৩ অক্টোবর রবিবার আমন্ত্রিত মূকাভিনয় দলের পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপনি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category