মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ২২ অক্টোবর (শনিবার) ২২৭ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এ লক্ষে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধ ৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক মোজাহিদ খান ভোলা, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান প্রমুখ।
Leave a Reply