নিজস্ব প্রতিনিধি : ’আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২।
দিবসটি উপলক্ষে ২২অক্টোবর শনিবার কিশোরগঞ্জ শহরের যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা (ট্রাফিক) পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ অভিযান।
ট্রাফিক পুলিশ সুত্র জানায়, দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে ২৪ টি মামলায় ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৮ টি গাড়ি আটক করা হয়। ২৪ টি মামলার মধ্যে হেলমেট, ড্রাইভিং ও রেজিষ্ট্রেশন না থাকায় ২০ টি মোটরসাইকেল ও অনুমোদনহীন বিভিন্ন ৪ টি গাড়িকে জরিমানার আওতায় আনা হয়।
সুত্র আরো জানায়, শুধু আজকের এই দিবস উপলক্ষে নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক ক্যাম্পেইন’সহ এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply