নিজস্ব প্রতিনিধি ঃ র্যাবের নিয়মিত অভিযানে ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১১’শ টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ জীবন চৌধুরী(১৯) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.শাহরিয়ার মাহমুদ খান জানান,
গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ মাদক বিক্রয়ের জন্য কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করতেছে। পরে উক্ত মাদক ব্যবসায়ীর উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়ায় ১০ অক্টোবর সাড়ে বারোটায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১১’শ টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ জীবন চৌধুরী(১৯) কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ জীবন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর পাহাড়পুর এলাকার মৃত আনার মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply