নিজস্ব প্রতিনিধি ঃ র্যাবের নিয়মিত অভিযানে ৭৮০(সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর(৩০)কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.শাহরিয়ার মাহমুদ খান জানান,
গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ মাদক বিক্রয়ের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়ায় ১ অক্টোবর বেলা সাড়ে পাঁচটায় আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮০(সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর(৩০)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর উক্ত এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা, গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply