নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার, ১ অক্টোবর সকালে কিশোরগঞ্জে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সরকারী শিশু পরিবার (বালিকা) থেকে একটি র্যালি বের করা হয়ে র্যলিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
আলোচনাসভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মস্তোফা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডা. মুহিউদ্দিন আহম্মেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মো. রফিকুল ইসলাম খান। আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মেহের উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আ. রহিম, সাংবাদিক মস্তোফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি।
এ সময় সমাজসেবা কার্যালয়ের এডি মো. শহীদুল্লাহ্, শাহনাজ পারভীন, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা , স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply