নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক প্রতারকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.শাহরিয়ার মাহমুদ খান জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভূয়া
সেনাবাহিনীর পরিচয় প্রদানকারী একজন প্রতারক কিশোরগঞ্জ জেলায় অবস্থান করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
উক্ত প্রতারকের উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালিয়ে তথ্যের সত্যতা পাওয়ায় ৩০ সেপ্টেম্বর বেলা একটার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের বীর দামপাড়া এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভূয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া প্রতারক আল আমিন খান(৩১)কে আটক করে। পরে তার নিকট হতে ১টি ভূয়া সেনাবাহিনীর পরিচয়পত্র, ১টি ড্রাইভিং লাইসেন্স ও ১টি সেনাবাহিনীর স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রতারক আল আমিন খান খুলনা জেলার ডুমুরিয়া থানার আরাজি সাজিয়াড়া এলাকার মোঃ ইব্রাহিম খানের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ সে সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষকে সেনাবাহিনীতে চাকুরী দেওয়া কথা বলে প্রতারণা করার কথা স্বীকার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply