মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে মাধবদীতে বঙ্গবন্ধুর কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিীকি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টায় মাধবদী শহর আওয়ামীলীগেরর আয়োজনে মাধবদী এসপি ইনিস্টিটিউশন মাঠের মুক্ত মঞ্চে এক আলোচনা সভা, দোয়া ও কেক কর্তন করে জন্মদিন পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। শহর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজুর রহমান ভিপি হাফেজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ মিয়া, মাধবদী পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, বাবুল মিয়া, আওয়ামীলীগ নেতা মোজ্জাম্মেল, শহর যুবলীগ সভাপতি সাইদুর রহমার পাশা, কৃষকলীগ নেতা খাইরুল ইসলাম খাঁন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, ছাত্রলীগ নেতা জন মাসুদ সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিীকি উপলক্ষ্যে ৭৬ পাউন্ডের একটি কেক কর্তন করে জন্মদিন পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, আমরা সকলেই জানি আজ থেকে ১৫ বছর আগে এদেশে কি ছিল, আর বর্তমানে এদেশে কি হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী একের পর এক বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি মৃত্যুর ঝুঁকি নিয়েও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য শহীদদের আত্মার মাগফিরাত করা হয় এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।
Leave a Reply