আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন নানা আয়োজনে পালন করলো ত্রিশাল আওয়ামীলীগ

মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষ্যে ছিল উপজেলা আওয়ামীলীগের নানা আয়োজন। জন্মদিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ত্রিশাল বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ সংলগ্ন স্থানে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ র‍্যালী করে নেতাকর্মীগণ।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এম.পি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আকন্দ, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফুন্নেছা বিউটি, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category