নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত
৩০০ পরিবারের মাঝে ৩৩ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করলো বেসরকারী উন্নয়ন সংস্থা পপি।
১৭ ও ১৮ সেপ্টেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা পপি, লার্নিং ফর লাইফ (ইউকে) এর সহযোগিতায় জেলার নিকলী উপজেলার ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের ৩০০ টি পরিবারকে ৩৩ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। যার মধ্যে ছিল চাল ১৭, আলু ৬ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, চিড়া ২ কেজি গুড় ১ কেজি, সাদা চিনি ১ কেজি, লবন ১ কেজি ও ছোলা বুট ১ কেজি।
পপি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, উক্ত খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান (ইয়ারখান) চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্ধ, স্কুল ব্যবস্হাপনা কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । উল্লেখ্য যে, ছাতিরচর ইউনিয়নের ১৬০ টি ও সিংপুর ইউনিয়নের ১৪০ টি বন্যায় ক্ষাতিগ্রস্হ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply