আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ দফা দাবিতে অনশন ১০০ তম দিন অতিক্রম হলেও আশ্বাস পাচ্ছেননা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি ঃ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অনশন কর্মসূচির ১০০ তম দিন অতিক্রম হলেও সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পাচ্ছেনা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের শিক্ষকরা।

“সনদ যার চাকরি তার এই শ্লোগানে” রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরীর সামনে ১০১তম অনশন কর্মসূচি চলছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের।

গত ৫ জুন হতে তাদের তিন দফা দাবি (১। এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে।
২। সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে।
৩। ইনডেক্সধারীদের (চাকরিরত শিক্ষক) নতুন নিয়োগে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।)
১৩ সেপ্টেম্বর ১০১তম আমরন অনশণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নেতারা। সংগঠনের নেতারা বলছেন সরকার যতদিন পর্যন্ত তাদের এ দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত তাদের অনশন চলবে।
তারা আরোও বলেন ১৪তম নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন বয়স উল্লেখ ছিল না।যারা ১৪তম ৩৫+ বেসরকারি শিক্ষক নিবন্ধন পাশ করেছে এবং সনদ/সার্টিফিকেট পেয়েছে NTRCA আজ পযর্ন্ত তাদের কোন গনবিজ্ঞতিতে আবেদন করতে দেয়নি।
১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। কিন্তু এমপিও নীতিমালা হয় ২০১৮সালে এবং বয়স নির্ধারণ করে ৩৫।১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের বিরুদ্ধে (মামলা নং ৬৬৭১/২০২১) হাইকোর্টে মামলা চলমান রয়েছে।
এ দাবি সমূহ না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বলেও হুশিয়ারী দিয়েছেন শিক্ষক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category