নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.শাহরিয়ার মাহমুদ খান জানান,
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের জাটাসিরা এলাকা থেকে মাদক কারবারি আকাশ ও সাগরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৮০০পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- জেলার ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের পাচকাহনি এলাকার মো. নূর আলমের ছেলে মো. আকাশ (৩১) ও মৃত লালতাজের ছেলে মো. সাগর (৩৫)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করাসহ প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply