আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের মা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের বাজিতপুরে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান (৭ সেপ্টেম্বর) বুধবার সকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত নাঈম ওরফে সাদ্দাম হোসেন বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সকালে তার মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে মায়ের হাত-পা বেঁধে বঁটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান নাঈম।
এ ঘটনার পর রাতেই ছেলেকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় মামলা করেন বাবা নূরুল ইসলাম। ঘটনার পরদিন নাঈমকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার এসআই শামসুল কবীর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ সাক্ষগ্রহন শেষে আজ এ রায় দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category