নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পরে পল্লী বিদ্যুতের এক কর্মী নিখোঁজের ১৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১৭ জুলাই সোমবার বিকেল ৬টায় মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা ব্রীজ সংলগ্ন কালভার্ট সেতুর পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। ঝাঁপি জাল দিয়ে মাছ ধরার সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ, ফয়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নেয় এবং রাত আটটা পর্যন্ত খোঁজাখুঁজি করে নাপেয়ে ফিরে আসে তারা।
আজ মিঠামইন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১২টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম হাওর থেকে তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে।
জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসে কর্মরত সহকারী এনর্ফোসমেন্ট কোঅর্ডিনেটর (এইসি) মোহাম্মদ হোসেন।
গত ১৩ জুলাই মোহাম্মদ হোসেন বিয়ে করেন। ঈদ ও বিয়ের ছুটি শেষে গত রোববার মিঠামইন কর্মস্থলে যোগ দেন তিনি।
Leave a Reply