নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত পেশ করা হয়েছে।
বুধবার (২৯জুন) সকাল ১১টায় কিশোরগঞ্জ পৌরসভার মিলনায়তনে মেয়র মোঃ পারভেজ মিয়ার সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট পেশ করেন কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির বাপ্পি ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
বাজেটে প্রস্তাবিত ( রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা,উন্নয়ন হিসাব, প্রকল্প হিসাব ও মূলধন হিসাবের)
আয় ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ টাকা ও ব্যয় ধরাহয়েছে ৯২ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫ টাকা ও উদ্ধৃত্ত ৫৬ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গনি, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ঈদু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুলতান মিয়া, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এয়াকুব সুমন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আফতাব উদ্দিন মিলন, মহিলা কাউন্সিলর মোছাঃ মুনতাহা আক্তার শাওন,মোছাঃ মাহমুদা আক্তার ও মোছাঃ হাসিনা হায়দার চামেলী’সহ পৌরসভার অন্যান কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন পৌরমেয়র মোঃ পারভেজ মিয়া।
Leave a Reply