নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ২৭’তম সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল আহাদ মানিক।
রবিবার ২৬জুন বিকেলে জেলা শহরের খরমপট্টিস্থ সমবায় কমিউনিটি সেন্টারে জেলার সকল ইট প্রস্তুতকারী মালিকদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে আমন্ত্রিত অতিথিবৃন্দের সহযোগীতায় আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানকে সভাপতি ও আলহাজ্ব আব্দুল আহাদ মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, প্রথম অধিবেশনে পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও পুণরায় সকল মালিকদের সিদ্ধান্তক্রমে পূর্ব কমিটিকে বহাল রাখা হয়। বর্তমান কমিটি অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন, সহ-সভাপতি নূরে আলম দীপু, যুগ্ম সম্পাদক মোঃ শামছুল ইসলাম শামীম, আব্দুল্লাহ আল মামুন মহন, মোঃ শাহজাহান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবুল হাসান লাকু, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন তুতু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইছহাক ভূঞা, ব্যবসা বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য দীপক রঞ্জন রায়, মোঃ জসিম উদ্দিন, মুছা মারুয়া, মোঃ বকুল মিয়া, মাহফুজুর রহমান।
উক্ত সাধারণ সভা ও কমিটি পুনঃগঠনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ মজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন মানিক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
Leave a Reply