মোঃ আল আমিন, মাধবদী, নরসিংদী:বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের নিজ অর্থায়নে সর্ববৃহৎ সেতু নির্মাণ কাজ শেষ করে আজ ২৫জুন শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নিজে। উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশের বিভিন্ন জেলায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে একযোগে উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা হল রুমে মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নেতৃত্বে বড় পর্দায় মাধবদী শহর আওয়ামী লীগ, শহর যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে উদযাপন করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন এর প্রাক্কালে যে মোনাজাত করেন তার সাথে সবাই একাত্ততা প্রকাশ করে মেনাজাতে অংশ গ্রহণ করে। উদ্বোধনের পর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান পৌর মেয়র মোশাররফ।
##
Leave a Reply