ফাতেমা শবনম ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রখ্যাত নজরুল সংগীত সাধক, স্বরলিপিকার ও শিল্পী সুধীন দাশ স্মরণে ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (৫ জুন) বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ত্রিশাল নামাপাড়া কবি নজরুল স্মৃতিকেন্দ্রে প্রখ্যাত নজরুল সংগীত সাধক, স্বরলিপিকার ও শিল্পী সুধীন দাশ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের উপ সচিব রাজীব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় সংগীত শিল্পীরা অংশগ্রহণ করনে।
Leave a Reply