মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার মাধবদীতে এই প্রথম ডুপ্লেক্স ভবনে “ফ্যামেলি” কমিউনিটি সেন্টার নামে অত্যাধনিক একটি কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০মে সোমবার দুপুরে মাধবদী পৌর শহরের প্রাণ কেন্দ্র বিরামপুর মহল্লার হাজ্বী শফি উদ্দিন রোডের পাশে আতিফ প্লাজায় ডুপ্লেক্স ফ্যামিলী কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর হাজ্বী মোঃ ওবায়দুর রহমান টিটু’র সভাপতিত্বে কমিউনিটি সেন্টারটি উদ্বোধন করেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভুইয়া। ডুপ্লেক্স ফ্যামিলি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজ্বী মোঃ ওবায়দুর রহমান টিটু জানান, মাধবদী একটি শিল্পবান্ধব এলাকা এখানে উন্নত ও আধুনিক মানের একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার লক্ষে আজ আমার এই “ফ্যামেলী” কমিউনিটি সেন্টারের যাত্রা শুরু। এখানে সব ধরণের চাইনিজ খাবার, বাংলা খাবার সহ খাবারের অর্ডার অনুযায়ী কম মূল্যে গ্রাহকদের সেবা দেয়া ও পরিবেশন করা হবে। এখানে বিয়ে, জন্মদিন, যে কোন পার্টি সহ সব ধরণের প্রোগ্রাম করা যাবে। এখানে এক সাথে সাড়ে ৪’শ লোকের খাবার পরিবেশন করা যাবে। এই কমিউনিটি সেন্টারটিতে বিয়ের অনুষ্ঠান সহ যেকোন অনুষ্ঠানের পাশাপাশি সাজের জন্য রয়েছে আধুনিক বিউটি পার্লারের ব্যবস্থা। পুরো কমিউনিটি সেন্টারটির বাহিরের রাস্তা থেকে শুরু করে ভিতরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত রয়েছে। এছাড়াও পুরো কমিউনিটি সেন্টারটি সম্পুর্ণ শিতাতপ নিয়ন্ত্রিত। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাধবদী বাজার বড় মসজিদের ইমাম হযরত মাওঃ মকবুল হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌর কাউন্সিলর বাবুল মিয়া, নওশের, রাজিব সহ এলাকার সর্বোস্থরের সম্মানিত গন্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply