শাহ আজিজুল হকের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির শোক। কিশোরগঞ্জের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মুক্তিযোদ্ধ প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুম্গ সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির ছয়বারের সভাপতি সুবক্তা এডভোকেট শাহ আজিজুল হকের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন শাহ আজিজুল হকের মৃত্যুতে জেলার রাজনীত সাংস্কৃতিক ও মুক্তচিন্তার যে শূন্যতার সৃষ্টি হল পূরন হওয়ার নয়। বিবৃতি দানকারী নেত্ববৃন্দ হলেন এডভোকেট অশোক সরকার সভাপতি প্রকৌশলী আনিসুল রহমান ফাউজিয়া জলিল ন্যান্সী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার অধ্যাপক ফরিদ আহমেদ রতন বর্মন খায়রুজ্জামান রবিন সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম অপু মনিতোষ দাস যুম্গ সাধারণ সম্পাদক মোঃ লুৎফুল কবীর সাংগঠনিক সম্পাদক হোসেন আলী মাস্টার এডভোকেট রকিব হাসান।
Leave a Reply